মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০১০

হাসি

: বলো তো তাজমহল কে তৈরি করেছিল?
: মিস্ত্রিরা স্যার।

: যা শোনো, তা-ই কি তুমি বিশ্বাস করো?
: আজ্ঞে না। আপনি অনায়াসে সব বলতে পারেন।

: কেমন বাজালাম বলুন তো?
: থামার পর বেশ লাগছে।

: এ বিষয়ে পরামর্শের জন্য আমার কাছে কেন? একজন উকিলের কাছেযাওয়া উচিত।
: না, সবাই বলল এই পরামর্শ যেকোনো মূর্খও দিতে পারবে।


স্বামী বলছেন স্ত্রীকে: শোনো। আমার যদি ব্যবসার কাজ শেষ না হয়, ফিরতে দেরি হয় তাহলে আমি তোমাকে টেলিগ্রাম করে জানিয়ে দেব।
স্ত্রী: তার আর দরকার নেই। আমি এরই মধ্যে পড়ে ফেলেছি। তোমার কোটের পকেটে আছে।


: ভাঙা হাত-পায়ের জন্য আমরা ৫০ হাজার টাকা পর্যন্ত বিমা করি।
: ভাঙা হাত-পা নিয়ে আপনারা কী করেন?

কোন মন্তব্য নেই: