বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

ছাত্রদের রাজনীতি করার দরকার আছে কি?

যারা রাজনীতি সচেতন...তারা একবাক্যে বলবেন...হ্যাঁ


তারা বলবেন স্বাধীনতা যুদ্ধের কথা...স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা...
তখন তো সবাই ছিলো...শুধু ছাত্ররা না...ওই ধরনের পরিস্থিতি তো সবসময় ঘটেনা...সময়ের প্রয়োজনে সবাইকেই ঘর থেকে বের হতে হয়...


কিন্তু তার জন্য দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির নামে এই লেজুড়বৃত্তি সহ্য করতে হবে?


আমার মতে, ছাত্রদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত লেখাপড়া / গবেষনা...অন্য কোন কাজ নয়...

কোন মন্তব্য নেই: