জায়গাটা আমাদের এক বন্ধুর গ্রামের বাড়ি (ফরিদপুর গ্রাম)। ওখানে আমরা সবাই অনেকবার গিয়েছি। তারপরও কেউ ওখানে যাওয়ার কথা বললে বিরক্ত হয়না। বাড়িটা অনেক বড় এবং নিরিবিলি।
১১.১১.১১ তারিখে বিকাল ৪.৩০টা ৫.০০টার দিকে রওয়ানা দিয়েছিলাম। মোট ১১ বন্ধু। আমরা ৮ জন বৌ বাচ্চাসহ।
আনন্দে কেটেছে ঈদ উত্তর দুইটা দিন। স্পেশাল তারিখে (এমন আরেকটি তারিখ ১০০০ বছর পরে আসবে) বার বি কিউ পার্টি, রাত জেগে আড্ডাবাজি, হৈ হুল্লোড়। ভোরে উঠে পিঠা খাওয়া, বড়শি দিয়ে মাছ ধরা, তারপর গ্রামের ভিতর ঘুরতে যাওয়া। বাচ্চাদের হুলুস্থুল। দুপুরে শ্যালো মেশিনের পানিতে গোসল করা। তারপর খাবারের উপরে হামলে পড়া।
পরদিন সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।
১১.১১.১১ তারিখে বিকাল ৪.৩০টা ৫.০০টার দিকে রওয়ানা দিয়েছিলাম। মোট ১১ বন্ধু। আমরা ৮ জন বৌ বাচ্চাসহ।
আনন্দে কেটেছে ঈদ উত্তর দুইটা দিন। স্পেশাল তারিখে (এমন আরেকটি তারিখ ১০০০ বছর পরে আসবে) বার বি কিউ পার্টি, রাত জেগে আড্ডাবাজি, হৈ হুল্লোড়। ভোরে উঠে পিঠা খাওয়া, বড়শি দিয়ে মাছ ধরা, তারপর গ্রামের ভিতর ঘুরতে যাওয়া। বাচ্চাদের হুলুস্থুল। দুপুরে শ্যালো মেশিনের পানিতে গোসল করা। তারপর খাবারের উপরে হামলে পড়া।
পরদিন সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন