বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

আমাদের অতিমাত্রায় রাজনীতি সচেতনতা আমাদের উন্নতির প্রধান অন্তরায়

আমার এক শিক্ষক একদিন ক্লাসে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলছিলেন, দেখ আমাদের সাধারন মানুষের অবস্থা। তাদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তারা ৩০০ সিটের অন্তত ৯০০ প্রাথীর নাম ও ইতিহাস বলতে পারবে। কিন্তু তাদের কাছে যদি জানতে চাওয়া হয়, আপনার এলাকার দশজন ভালোমানুষের নাম বলুন তারা বলতে পারবেনা। এর মানে কি? মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করতে ভালোবাসে? নাকি ওদের পাবলিসিটি বেশী?

পত্রিকায়, মিডিয়ায় সারাদিন ওদের প্রচারণা চলে। টক শোগুলোতে ওদের আনা হয়। যারা রাজনীতিবিদ নয় তাদের দিয়েও রাজনীতির আলাপ করানো হয়। ওরাই প্রকৃত হিরো। স্পটলাইট সব সময় ওদরে উপর। খবর হয় সারাদিন। সারাদিন ওদের নিয়ে আলোচনা হয় পথে ঘাটে, মাঠে ময়দানে, অফিসে আদালতে, হাসপাতালে, পাবলিক বাসে, চায়ের টেবিলে…সবাই রাজনীতি সচেতন…সবাই রাজনীতি বুঝে…রাজনীতিবিদদের প্রতি মানুষের এই অসীম আগ্রহই ওদের এই অসীম শক্তির উৎস বলে আমার মনে হয়।

আমার এক সিনিয়র সহকর্মী অফিসের কাজে একবার হংকং এ গিয়েছিলেন। তার মুখে একটি ঘটনা শুনেছিলাম। তিনি গেছেন মসজিদে নামাজ পড়তে। সাথে আমাদের দেশীয় এক ব্যক্তি যিনি ওখানেই চাকুরী করেন। মসজিদ থেকে বের হয়ে দেখলেন। একজন মানুষ পোষ্টার বিতরণ করছে। রাস্তা দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। তাকে ওই লোক পোষ্টার দিতে গেলে যুবকটি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাত দিয়ে সরিয়ে চলে গেল। কিন্তু লোকটি দমে না গিয়ে তার কাজ চালিয়ে গেলেন। আমার সহকর্মী তার সঙ্গের ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? উনি বললেন, লোকটা মেয়র পদপ্রার্থী। তাই নাকি? এই অবস্থা কেন? ওনার কি কোন জনপ্রিয়তা নাই? উনিই তো মেয়র হবেন।

কারণ, মেয়র পদে দাড়িয়েছেনই তিনজন। একজন বড় ব্যবসায়ী। ব্যস্ত মানুষ। উনি বেশীরভাগ সময়ই প্লেনে থাকেন ব্যবসার প্রয়োজনে। আরেকজন এই ভদ্রলোকের ধারে কাছেও নাই। খাইছে যেই লোক নিশ্চিত মেয়র হবে তাকেই মানুষ কুকুরের মত খেদায়।

আপনাদের সবারই আত্নীয়-স্বজন বিদেশে থাকেন। তাদের কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে, উন্নত দেশগুলোতে রাজনীতিবিদদের কেমন সম্মান দেখানো হয়। আমি যতজনকেই জিজ্ঞেস করেছি সবাই বলেছেন, আমরা এই প্রজাতিকে যত সম্মান দেই, যত আগ্রত দেখাই ওদের ব্যাপারে, যত আলোচনা করি ওদের নিয়ে উন্নত বিশ্বে ততটা নেই। বরং ওরা সবসময়ই রাজনীদিদদের উপর অসন্তুষ্ট। কিন্তু আমরা এত সন্তুষ্ট কেন?

আমি অনেকের সাথে আলোচনা করেছি এই ব্যাপারে। মুখে বলে, এরা সবাই খারাপ। কিন্তু শেষ পর্যন্ত সেই একটা দলকেই ওরা খারাপ মনে করে। এই দল তবু ওই দল থেকে কম খারাপ। সবাইকে সমানভাবে খারাপ মনে করতে পারেনা…তাচ্ছিল্য দেখাতেও ভয় পায়…মনে করে এই দলের তবু একটা আদর্শ আছে অন্যদের তো তাও নেই। অথচ ওরা একজোট হয়ে ব্যবসা করে, লুটের মাল ভাগ করে, ওদের ছেলে মেয়েতে বিয়ে হয়। কোন নীতি আদর্শ ওদের নেই। কিন্তু আমরা মনে করি ওরা অমুকের আদর্শ অনুসরন করে। কিছু চুরি ওরা করতেই পারে। অনেক উদার আমরা।

আর আমাদের মিডিয়া তো মিডিয়াই। সারাদিন রাজনীতিবিদ অথবা রাজনীতি বিষয়ক সংবাদ বা অনুষ্ঠান প্রচারে ওদের অদম্য আগ্রহ। খুবই অল্প খরচে বিরাট কাটতি। দিনের বেশীরভাগ সময়ই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু থাকে রাজনীতি ও রাজনীতিবিদরা। এতটা সম্মান কি ওদের প্রাপ্য? ওদের আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারিনা কেন? ওরাতো আমাদের নিয়মিত অবহেলা দেখায়। খারাপ মানুষ নিয়ে আলোচনা বা সমালোচনা না করে ভালো মানুষকে নিয়ে কথা বলা ভালো নয়কি?

মিডিয়ার লোকেরা হয়ত বলবেন, ভাই আমরা কি করবো? মানুষ এসব দেখতে বা জানতে পছন্দ করে। ভাই মানুষ নেশা করতে পছন্দ করলে আপনি নেশাদ্রব্য বিক্রি করবেন?

আমরা রাজনীতিবিদদের অবহেলা করতে শুরু করলেই,

তাচ্ছিল্য দেখানো শুরু করলেই,

অসম্মান করা শুরু করলেই

ওরা জনগনকে সম্মান করতে শিখবে বলে আমার ধারনা।


রবিবার, ৮ এপ্রিল, ২০১২

টিপস এন্ড ট্রিকস এবং আকর্ষনীয় কালেকশনস

~~ ফেসবুক Blue Colour স্ট্যাটাস অথবা কমেন্ট পোষ্ট করুন ~~

নিচের পদ্ধতি অনুসরন করুন শুধুমাত্র নিচের অংশটুকু লিখে ফেসবুকে স্ট্যাটাস অথবা কমেন্ট হিসেবে পোষ্ট করুন

@@+[1:[0:1: Text Here]]

আপনারা লিখার সময় + টা বাদ দিবেন

এইবার লক্ষ করুন আপনার পোষ্টটি Blue Color হয়েছে আপনারা এটি মোবাইল দিয়েও করতে পারবেন

.আর.কে হিমেল (আই-জিনিয়াস, নারায়ণগঞ্জ)

~~ অপেরা মিনি ব্রাউজার ব্যাবহার কারীদের জন্য ছোট একটি টিপস ~~

আজ আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করবো, যারা অপেরা Mini ব্রাউজার ব্যাবহার করেন্, তারা ফেসবুক কোনো স্ট্যাটাস অথবা কমেন্ট করতে গেলে কি পেজ দুই বার লোডিং হয়্? ছোট্ট একটা কাজ করলেই তা থেকে মুক্তি পাবেন, অপেরার অ্যাড্রেস বার www কেটে দিয়ে opera:config লিখে ওকে করুন, এখন যে পেজ টা আসবে সেখানে দেখবেন Site patches and user-agent masking এর সেটিং টাতে yes দেওয়া আছে, ঐটা চেন্জ করে no দিয়ে সেভ করুন, ব্যাস কাজ শেষ এখন দেখুন ফেসবুকে কমেন্ট অথবা স্ট্যাটাস দিতে গেলে আর দুই বার লোডিং হবে না :)
.আর.কে হিমেল (আই-জিনিয়াস, নারায়ণগঞ্জ)

~~ সব ধরনের ডোমেইন এর নামের অর্থ জেনে নিন ~~
.com হল কমার্শিয়াল প্রতিষ্ঠানের ডোমেইন নেইম

.org হল অলাভজনক প্রতিষ্ঠানের ডোমেইননেইম

.info হল ইনফরমেশনাল প্রতিষ্ঠানের ডোমেইন নেইম

.museum হল মিউজিয়ামের ডোমেইন নেইম

.biz হল ব্যবসা সম্পর্কিত সাইটের ডোমেইন

.aero হল এভিয়েশন ইন্ডাস্ট্রির ডোমেইন

.coop হল বিজনেস কো-অপারেটিভস

.pro হল বিভিন্ন প্রফেশনালদের সাইটের ডোমেইন নেইম

তবে এমন কোন বাধ্যবাধকতা নেই যে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ডোমেইন নেইম বেছে নিতে হবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার
.আর.কে হিমেল (আই-জিনিয়াস, নারায়ণগঞ্জ)

~~ উদ্ধার করুন নষ্ট হয়ে যাওয়া CD কিংবা DVD’ তথ্য ~~
CD বা DVD ডিস্ক ঠিকমত সংরক্ষণ না করলে অনেকসময় নষ্ট হয়ে যায়
ডিস্কে কোন কারনে স্ক্র্যচ পরলে তা থেকে Data উদ্ধার করা কষ্টকর হয়ে পরে আবার কখনও দোকান থেকে নতুন CD বা DVD কেনার পর বাসায় এসে দেখা যায় সেটি ভালভাবে চলছে না যাদের CD বা DVD রাইটার আছে তারা অনেক সময় HDD এর জায়গা বাঁচাতে কিছু ফাইল DVD তে রাইট করে রাখে আজেবাজে ডিস্ক ব্যবহার করল দেখা যায় কয়েক বছর পর এগুলো আর কাজ করে না

এই বিরক্তিকর সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে মাত্র 702KB এর একটি এপ্লিকেশন এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনhttp://www.mediafire.com/?jmn25zzht2x
এটি ব্যবহার করা খুব সহজ মাত্র তিন ধাপে এটি কাজ করবে

. ৎস নির্বাচন
. লক্ষ্য নির্বাচন
. অনুলিপন
তমাল নাগ (আই-জিনিয়াস, রাজবাড়ী)

আপনার মোবাইলের অপেরা মিনিকে ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করুন -
প্রথমে অপেরা ওপেন করুন

মনে করুন + হিসেব করবেন , তাহলে লিখুন -

javascript:alert(1+2)

এবং এর জায়্গায় অন্য কিছু ব্যাবহার করলেও উত্তর পাবেন গুন করতে চাইলে * চিন্হ ব্যাবহার করুন্,বিয়োগের জন্য - , ভাগের জন্য %

বিশ্বাস হল না ? তাহলে দেখুন চেষ্টা করে
আর, কাজে লাগলে লাইক দিন!!!
<সংগ্রহিত>
.আর.কে হিমেল (আই জিনিয়াস, নারায়ণগঞ্জ)

:: স্ক্রিন উল্টা করে ভড়কে দিন বন্ধুকেমোবাইল ট্রিকস ::
এখনকার স্মার্টফোনে স্ক্রিন রোটেট করা মামুলি ব্যাপার কিন্তু মোবাইলটা যদি হয় Nokia 1600, 2310, 2600 বা এই ধরণের তাহলে??!!
ধরেন, আপনার ফ্রেন্ড রুমে মোবাইল রেখে বাইরে বা টয়লেটে গেছে আপনি রয়েছেন রুমে দিলেন মোবাইল স্ক্রিন উল্টা করে আপনার বন্ধুটি এটা দেখে সিওর ভড়কে যাবে আপনিও পরে সেটা ঠিক করে দিয়ে মহাজ্ঞানী(!) সাজতে পারবেন হাহাহা………

এখন দেখি কিভাবে
কঠিন কিছু না, শুধু কী-প্যাডে নিচের কোডগুলো টাইপ করুন-
*#5511#
*#5512#
*#5513#
*#5514#
চারটা কোড চারটা ডিরেকশনে স্ক্রিনকে ঘুরাবে

যে যে সেটে কাজ করবেআমার অভিজ্ঞতায় Nokia- কালার স্ক্রিনসহ কিন্তু ক্যামেরা ছাড়া সেটগুলাতে কাজ করে যেমন – Nokia 1600, 2310, 2600 ইত্যাদি
-Fan Page of The I-Geniuses of Bangladesh

আসুন গুগল মামুর মজা দেখি:
#গুগল দেশেও শীত নেমেছে! দেখতে চান ? তহলে let it snow লিখে সার্চ দিন গুগল.কম

# এবার tilt লিখে সার্চ দেন ! দেখুন তো গুগল বাকা না আপনি?

#এবার do a barrel roll লিখে সার্চ দিয়ে দেখেন কি হয় !

# এবার Google gravity লিখে সার্চ দিন এবং প্রথম সার্চ রেজাল্ট টিতে কিল্ক করে অপেক্ষা করুন আর দেখুন মজা !

#এবার Red search, Find chuck noris, Blur Search,Yellow Search লিখে I'm feeling lucky তে ক্লিক করুন!

-.আর.কে হিমেল

~~ গুগলে উড়ন্ত ছবি ~~
. Google Image যান

. এখন যেকোনো কিছু লিখে Search করুন যেমনঃ (Dog, Baby ইত্যাদি)

. নিচের কোড টা Copy করে , Address Bar Paste করুন এবং Enter চাপুন

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);

ফাহিম শাহরিয়ার সাক্ষর (আই-জিনিয়াস, নাটোর)

Opera Mini তে ফেসবুক কমেন্ট করার সময় বার কমেন্ট লোড হয়? এখন থেকে আর না!!!
Opera Mini ' এড্রেস বার গিয়ে opera:config টাইপ করুন
তারপর Site patch and user agent masking "YES" থেকে "NO" করে SAVE করুন

টিপসটি অনেকের কাছেই জানা, তবুও যারা জানেন না তাদের জন্য আমার এই পেইজে ১ম পোষ্ট, ভালো লাগলে "লাইক" দিয়ে ৎসাহিত করুন
সৌরভ দাস (আই-জিনিয়াস, মুন্সীগঞ্জ)

~~ গুগলে সহজভাবে সার্চ করার কিছু উপায় ~~
) আপনি জানতে চান how to disable timeline application, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ বক্সে এভাবে-
disable+timeline+application
লিখে সার্চ দিন।
এভাবে How to টাইপ জিনিসের ভালো লিঙ্ক পেয়ে যাবেন দ্রুত।

) প্রায়ই দেখা যায় আমরা কোন বিশেষ সফটওয়্যার বা গান একটি নির্দিষ্ট ওয়েবসাইটেই খুজতে চাই,যেমন ধরুন Winrar সফটওয়্যারটি আপনি mediafire থেকে ডাউনলোড করতে চান তাহলে সার্চ বক্সে লিখুন এভাবে
winrar+site:mediafire.com

) যদি আপনি কোন সফটওয়্যার বা গান বা মুভির শুধুমাত্র ডাউনলোড লিঙ্ক চান তাহলে সার্চ করুন এভাবে, ধরুন আপনি এডোবি ফটোশপ এর লিঙ্ক খুজছেন তাহলে সার্চ বক্সে লিখুন এভাবে-
adobe photoshop+inurl :download
এভাবে আপনি ডাউনলোড লিঙ্কস এর লিস্ট পাবেন

) সবশেষে খুব কাজের একটি ট্রিক্স অনেক সময় দেখা যায় আমাদের নির্দিষ্ট কোন ফরম্যাট এর ফাইল দরকার হয় যেমন pdf,eps,jpeg,exe তখন এভাবে সার্চ করুন যেমন ধরুন আমার সি++ প্রোগ্রামিং এর পিডিএফ দরকার তাহলে সার্চে লিখব এভাবে c++:pdf
সংগ্রহিত পোষ্ট/.আর.কে হিমেল (আই-জিনিয়াস, নারায়ণগঞ্জ)
Fan Page of The I-Geniuses of Bangladesh