মঙ্গলবার, ৭ মে, ২০১৩

সক্রেটিসের তিনের পরীক্ষা

একদিন এক পরিচিত ব্যক্তি উত্তেজিত অবস্থায় দৌড়ে সক্রেটিসের কাছে এসে বললেন, “সক্রেটিস, আপনি কি জানেন আপনার একজন শিষ্য সম্বন্ধে আমি কি শুনেছি?”
“একটু থামুন” সক্রেটিস বললেন “আপনি কিছু বলার আগে আমি তিনটি পরীক্ষা নিতে চাই। এর নাম তিনের পরীক্ষা”
“তিনের পরীক্ষা?”
“হ্যা ঠিক” সক্রেটিস বললেন “আপনি আমার শিষ্য সম্পর্কে কথা বলার আগে আসুন আমরা দেখি আপনি কি বলতে চাচ্ছেন। প্রথম পরীক্ষা হল সত্যের পরীক্ষা। আপনি কি নিশ্চিত যে আপনি যা বলতে চাচ্ছেন তা সত্য?”
“না” লোকটি বললেন “আসলে আমি শুনেছি”
“ঠিক আছে” সক্রেটিস বললেন “তার মানে আপনি আসলে জানেন না বিষয়টি সত্য না মিথ্যা। এখন দ্বিতীয় পরীক্ষাটা করা যাক; ভালোত্বের পরীক্ষা। আপনি কি আমার শিষ্য সর্ম্পকে ভালো কিছু বলতে চাচ্ছেন?”
“না, বিপরীতক্রমে....”
“তাহলে” সক্রেটিস বলে চললেন “আপনি কি তার নামে খারাপ কিছু বলতে চাচ্ছেন যদিও আপনি নিশ্চিত নন যে ব্যাপারটা সত্যি?”
লোকটি কাঁধ ঝাঁকালেন কিছুটা অপ্রস্তুত হয়ে।
সক্রেটিস বলতে থাকলেন “আপনি এই পরীক্ষা এখনও পাশ করতে পারেন; কারণ তৃতীয় পরীক্ষাটা এখনও বাকি আছে – প্রয়োজনীতার পরীক্ষা। আপনি আমার শিষ্য সম্বন্ধে যা বলতে চাচ্ছেন তা কি আমার জন্য প্রয়োজনীয়?”
“না, তা নয়....”
“তাহলে” সক্রেটিস শেষ করলেন “যদি আপনি যা বলতে চাচ্ছেন তা সত্য নয় বা ভালো নয় এমনকি তা প্রয়োজনীয় নয়; তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন কেন?”
লোকটি লজ্জিত হয়ে কথা বাড়ালেন না।

রোজনামচা (পুত্রের শব্দভান্ডার)

মার্চ ১০, ২০১৩ (জন্মতারিখঃ ০৯ এপ্রিল ২০১১)

পানি = তানি

ফ্যান = ফ্যাম

ডরিমন = দুনু

খালামনি = মাম্মি

রুটি, বিস্কুট ইত্যাদি = তুতি

ব্যাট = ব্যাপ

চিনি, মিষ্টি ইত্যাদি = চিমি

চামচ = চামু

পাখি = পাপি

বাইরে = দাইয়ে

ময়লা = মুইয়া

ওইদিকে = উদিন

নীলা = মা = নীনা

কলম = তমো

রোজনামচা


তারিখঃ ০৫ মার্চ ২০১৩ (জন্ম তারিখঃ ০৯ এপ্রিল ২০১১)


ছেলেটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। 

তার মধ্যেই জিজ্ঞেস করলাম - বাবা কেমন আছো? 

বল্ল - বালু (ভালো)। 

না হেসে থাকতে পারলাম না। 

মাত্র কয়েকদিন হল সে প্রশ্নের উত্তরে এটা বলা শিখেছে।

ঘুম কি পরিমাণে দরকার


In his book Healthy Sleep Habits, Happy Child, Marc Weissbluth, MD, provides these insightful comments on the functions of sleep:


"Sleep is the power source that keeps your mind alert and calm. Every night and at every nap, sleep recharges the brain's battery. Sleeping well increases brainpower just as weight lifting builds stronger muscles, because sleeping well increases your attention span and allows you to be physically relaxed and mentally alert at the same time. Then you are at your personal best."

ছেলের কারণে শিখেছি

মুখের ভিতরে কেটে গেলে চিনি দিলে সাথে সাথে রক্তপাত বন্ধ হয়।