১. জন্মের পর ব্যাপটাইজ (Baptism = Christening, Naming) করা হয়, বিয়ে চার্চে হয়, মৃত্যুতে চার্চে শোক প্রকাশ করা হয়।
জন্ম, মৃত্যু, বিয়ে ধর্মীয় রীতিতে উদযাপন করা হয়
২. মুদ্রায় "ইন গড উই ট্রাস্ট" লেখা থাকে
৩. রবিবার সাপ্তবাহিক বন্ধ, কারণ চার্চে যাবার দিন
৪. কথায় কথায় ওহ জেসাস, ওহ গড বলা হয়
৫. শুধু বড়দিনে ছুটি, অন্যকোন ধর্মীয় উৎসবে নাই
এসবকে কি সাম্প্রদায়িকতা বলা যায়
নাকি এটাই স্বাভাবিক
ওরা আমাদের কিভাবে গোঁড়া বলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন