শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

মানুষ বনাম রোবট

আমাদের পুত্রের নামে তার শিক্ষিকা অভিযোগ করেছেন তার মায়ের কাছে। আপনার ছেলে ক্লাসে গান গায়।
পাঁচ বছর বয়সী একটা ছেলে লিখতে লিখতে মনের আনন্দে গান গায় এটা দেখলে খুশী হওয়ার কথা।
আজব ব্যাপার। এরা রোবট বানাতে চায় ?!?!

পরনির্ভরশীলতা

মা ও ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো এক বৃদ্ধা মাকে তার ছেলে ধরে রাস্তা পার করে দিচ্ছে। আমাদের ছেলের প্রশ্ন, "ধরে রাস্তা পার করে দিচ্ছে কেন? আমার দাদুতো নিজে রাস্তা পার হতে পারে।" উত্তর পেল "উনিতো বেশী বুড়া, তাই"

কয়েকদিন পর ছেলে মাকে খেলনা কিনে দিতে বলল। (সে সবসময়ই খেলনা কিনতে চায়।) মা বলল, "এখন টাকা নেই। টাকা হাতে এলে কিনে দেবো।" ছেলে বলল, "তুমি আমাকে এখন খেলনা না কিনে দিলে তুমি বুড়া হলে রাস্তা পার করে দিবনা"

(জীবন থেকে নেয়া)

শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

মুহাম্মদ সঃ এর ভবিষ্যত বাণীসমুহ (শেষ সময়ের নিদর্শনসমুহ)

শিশুরা ভীষণ বদমেজাজী হবে

বৃষ্টি হবে আম্লিক (অম্লবৃষ্টি)

মন্দ লোকেরা সর্বত্র বিস্তৃত।লোকেরা বিশ্বাসঘাতককে বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাসঘাতক বিবেচনা করবে।সত্যবাদীকে মিথ্যুক এবং মিথ্যুককে সত্যবাদী বলা হবে

থালাসমুহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে (Satellite communication) এবং
লোকেরা তাদের পারিবারিক বন্ধন ছিন্ন করবে (অন্যকথায়, লোকেরা বাসায়ই অবস্থান করবে আর স্যাটেলাইট ডিশের মাধ্যমে টেলিভিশন দেখবে)। এমনকি তারা প্রতিবেশীর নিকটও যাবেনা।

মুনাফিকরা শাসন করবে এবং সর্বাপেক্ষা মন্দ লোকগুলো বাজার নিয়ন্ত্রন করবে (Commodity pricing)।

মসজিদসমুহ অলংকৃত করা হবে কিন্তু হৃদয়সমুহ হবে কুৎসিত। ফলে লোকেরা মসজিদে ইবাদত করবে ঠিকই, অথচ আত্নশুদ্ধির কোন প্রচেষ্টা থাকবেনা। কিন্তু মসজিদসমুহ হবে সুন্দর।

মুমিন ব্যক্তি কুৎসিত ছাগলের চেয়েও বেশী অপদস্থ হবে। যেন কোন মূল্যই নেই।

পুরুষ ও স্ত্রী সমকামীতা প্রসার লাভ করবে।

অল্পবয়সী লোকেরা প্রচুর সম্পদশালী হবে।(যেমনঃ জুকারবার্গ ত্রিশ বছরের পূর্বেই মাল্টি বিলিয়নিয়ার)

নারীদেরকে নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে।

তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্নক সভ্যতা। তবে, যে সভ্যতাই পৃথিবীতে ধ্বংসাত্নক হবে সেটাই  ধ্বংসপ্রাপ্ত হবে।

বাদ্যগীতের সরঞ্জাম প্রসার লাভ করবে। এসব যন্ত্র তাদের মাথার উপর শোভা পাবে (Headphones)।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে অনেক এবং
লোকেরা ঠাট্রা-তামাশা ও বিদ্রুপ করবে (যেমনঃ বর্তমান টিভি শোগুলো)

বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নিবে।

ফিতনাসমুহ তাদের সামনে মাদুরের আকৃতিতে দেখাবে। এর দুটি সীমারেখা থাকবে। একটি উলম্ব এবং আরেকটি আনুভূমিক রেখা (টেলিভিশন সেট)। আর এভাবেই এর মাধ্যমে শয়তান তাদের অন্তরসমুহ কলুসিত করবে (ফিতনাসমুহ চলচ্চিত্র এবং টিভিতে দেখানোর মাধ্যমে)। বারংবার, যতক্ষন না লোকেরাও অনুরূপ সহিংসতায় জড়িয়ে পড়ছে।

দুই প্রকার জাহান্নামী আছে, যাদেরকে আমি এখনো দেখিনি। গরুর লেজের ন্যায় চাবুক হাতে কিছু লোককে দেখবে। তারা এর দ্বারা লোকদের প্রহার করবে।

নারীরা পোষাক পরেও উলঙ্গ থাকবে। তারা কোমর দুলিয়ে হাঁটবে এবং অন্যদের তাদের দিকে আকর্ষণ করবে। তাদের চুল হবে "বখতের" লোমশ উটের মত। এসব লোকেরা জান্নাতে প্রবেশ করবেনা।

আমার উম্মতের মধ্যে একদল লোক মদকে ভিন্ন নাম দিয়ে পান করবে। ঠিক একারণে এগুলোর বহু নাম থাকবে।

(ইবনে মাসুদ রাঃ কর্তৃক বর্ণিত)

https://www.youtube.com/watch?v=X16KMcw8HOE