বুধবার, ৪ মে, ২০১৬

হীনমন্যতা

সাকিব আল হাসানের বিপক্ষে আমাদের দেশের লোকদের অভিযোগসমুহঃ

১. সে বেয়াদব, অভদ্র, অহংকারী
২. টাকা চিনে ফেলেছে, খেলায় মন নেই
৩. দেশের পক্ষে ভাল খেলেনা, আইপিএল বা বিদেশী লিগে ভালো খেলে।
৪. আইপিএল এ তেমন ভালো খেলেনা। এইজন্য সবসময় দলে নেয়না।
৫. ব্যবসায় মনোযোগ বেশী, তাই খেলায় মন নেই।

হীনমন্য মানুষের বৈশিষ্ট্য হল অন্যের সফলতা দেখতে পারেনা।