শুক্রবার, ৮ জুলাই, ২০১৬

দাম্পত্য

বিবাহ!! তিন অক্ষরের একটি অতি রহস্যময় শব্দ!!করার আগে মনে হয়,না করলে বাচুম না!!করার পরে লাগে,ক্যান যে করছিলাম,আল্লাহ আমারে উঠায়া নাও!!মজার কাহিনী হচ্ছে মোটামুটি ৯০% নরনারী এই ফিলিং এর মধ্যে দিয়া যায়,অন্যকে যাইতে দেখে!!তারপরেও বিবাহের কথা শুনলেই আনন্দে,লজ্জায়,ভালোলাগায় লাল নিল বেগুনি বর্ণ ধারণ করে!!আজিব না??

দাম্পত্য জীবনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে প্রথম দুই বছর!!এর নাম "হানিমুন পিরিয়ড" রাখা যেতে পারে!!এই সময় স্বামী বা স্ত্রী যাই করে তাই অপরপক্ষের ভালোলাগে!!ভরা বর্ষার মাঝরাতে স্বামীকে ধাক্কায় ধাক্কায় ঘুম থেকে উঠায় যদি তার বৌটা বলে,উঠোনা,ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব!!

স্বামীর মনে হবে,মাঝরাতে ছাদে উঠে বৃষ্টিতে দাপাদাপি করার থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ পৃথিবীতে নাই!!মাঝরাতে বউ এর হাত ধরে বৃষ্টিতে যে ভিজে নাই,তার থেকে হতভাগ্য দুনিয়ায় দুইটা নাই!!

এই ঘটনাই ধরেন বিয়ের সাত বছর পরে ঘটল,সেই একই মানুষের রিয়েকশন হবে,এই মাঝরাতে কি আজাইরা ধং শুরু করলা??ঘুমাও.....যত্তসব ফাইজলামি!!

দুঃখজনক হইলেও সত্যি দুই বছরের মধ্যে এই ইনিশিয়াল ম্যাজিক শেষ নিশ্বাস ত্যাগ করে করে!!কিন্তু আশার কথা হচ্ছে,এই দুই বছরের ইল্লজিক্যাল,তার ছিরা,বাঁধভাঙ্গা প্রেমের কারণেই তাদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী বিশ্বাস,আস্থা,আর নির্ভরশীলতার বন্ধন তৈরী হয়.........!!

যে কারণে মানুষ বছরের পর বছর এই স্বামী স্ত্রী নামক পেইন নিয়া জীবন কাটায়,চরম দুর্যোগের মধ্যেও দুইজন দুইজনের হাত ধরে থাকে শক্ত করে.....................!!

উৎসঃ https://m.facebook.com/story.php?story_fbid=10202015816386846&id=1529101520

কোন মন্তব্য নেই: