বৈধ নাকি অবৈধ
মার্কিন যুক্তরাষ্ট্র হল Land of immigrants।
যাদেরকে Red Indian বলা হয় তারাই শুধু ওই দেশের মানুষ। বাকিরা বিদেশ থেকে এসেছে। হয় ইউরোপ; নয় আফ্রিকা বা এশিয়া।
অষ্ট্রেলিয়া ও তাই। Aborigines রা হল মূল অধিবাসী। বাকিরা এক বা একাধিক উত্তরাধিকার বলে নাগরিক।
কানাডাও শুনছি তাই।
দক্ষিণ আফ্রিকায় কোটা পদ্ধতি না থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ককেশীয়রা এখনও রয়ে গেছে। যা ওদের ক্রিকেট টিমকে দেখলেই বোঝা যায়।
আর একটা গোষ্ঠী এখন অলিখিতভাবে পৃথিবী শাসন করে যারা দখলদার এবং যাদের নাম বলা নিষেধ।
তাহলে অভিবাসী কখনও অবৈধ হয়না। কষ্ট করে কিছুদিন ঘাপটি মেরে থাকতে হয়। তারপর সেদেশের বাসিন্দাদের মেরে, অত্যাচার করে তাড়িয়ে বা নিশ্চিহ্ন করে দিতে পারলেই হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন