collected from facebook.com
প্রাইভেট চাকুরীতে বসকে খুশি করতে হয়, নতুবা যেকোনো সময় চাকুরী চলে যেতে পারে। এই ভয়ে সবাই নিজ নিজ কাজে খুব মনযোগী হয়।
প্রেমের সম্পর্কটাও হল ঠিক প্রাইভেট চাকুরীর মতই... ঝগড়া হলে একজন আরেকজনকে বিভিন্নভাবে মানানোর চেষ্টা করে, যাতে সম্পর্কটা কোনমতে টিকে থাকে। মেয়ের ওজন এককেজি বাড়লেই দু'বেলা না খেয়ে থাকা শুরু করে, আর ছেলেরা তিনবেলা ফোন দিয়ে খোঁজ নেয় "জানু তুমি খেয়েছ?"
বিয়ের সম্পর্কটা হল সরকারী চাকুরীর মত... চাকুরী চলে যাওয়ার ভয় নেই। আসল রুপ তখনই বেড়িয়ে আসে সবার...
মেয়েরা নিজেদের ফিগারের ব্যাপারে আর সচেতন না থেকে দৈর্ঘ্য-প্রস্থে সমান হতে থাকে, স্বামীরাও আগের মত রুটিন করে তিনবেলা আই লাভ ইউ বলেনা... ঝগড়া হলে বউ যায় বাপের বাড়ি, স্বামী খায় হোটেলে... এরপরেও চাকুরী টিকেই থাকে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন