রোজ প্রাত: ভ্রমনে যান মোদিজী।রাস্তায় রোজ একটা ছোট ছেলের সাথে দেখা হয়।সে সব সময় তাঁকে " নমস্কার চাচা" বলে শ্রদ্ধা জানায়।তিনি খুশি হয়ে প্রত্যুত্তর দেন।
সম্প্রতি এক সকালে ছেলেটির সাথে দেখা হলে সে একই ভাবে " নমস্কার মামা" বলে শ্রদ্ধা জানালো।
মোদিজী অবাক হয়ে ছেলেটিকে জিগ্গাসা করলেন " কি ব্যাপার এতদিন তুমি আমাকে চাচা বলতে,আজ হঠাৎ মামা কেন? "
স্বপ্রতিভ ছেলেটা বললো " এতিদন বাবা আপনাকে মোদিভাই বলতেন।
পাঁচ শ,হাজার টাকা বাতিল হবার পর থেকে তিনি আপনাকে মোদি শালা বলছেন। নমস্কার মামা।"
Collected
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন