সৃষ্টিকর্তা স্তন্যপায়ী প্রাণী জন্মানোর জন্য একটা পদ্ধতি দিয়েছেন। হাসপাতাল ব্যবসায়ীরা বিকল্প তৈরি করেছেন। সিজারিয়ান অপারেশন।
নন প্রফেশনাল মানুষের পক্ষে এর প্রয়োজনীয়তা বুঝতে পারার সুযোগ নেই। এর প্রতিবাদ করারও সুযোগ নেই। খালি বললেই হয় বাচ্চার পজিশন উল্টা, গলায় নালি পেঁচিয়েছে, পেইন ওঠার ওষুধ দেয়ার পরও পেইন ওঠেনিঃ বিপদ ইত্যাদি।
অথচ কত হাজার লক্ষ বছর এসব কিছুই ঘটেনি। মানুষ ব্যতীত লক্ষ কোটি স্তন্যপায়ী প্রাণীর এখনও এই অপারেশন দরকার হয়না।
লক্ষ কোটিতে একটা অঘটন হতে পারে। কিন্তু নিয়মিত হতে পারেনা।
একজন মানুষকে বিকলাঙ্গ করে দেয়াটা জঘন্যতম অমানবিক অপরাধ। এভাবে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণও শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন