হৃদয়হীন সম্পদলোভী মানুষের শুরু কোথায়।
উত্তরঃ রেনেসাঁ (শিল্প বিপ্লব)।
যদিও ওরা বলবে ওখান থেকে সভ্যতার শুরু।
আসলে পৃথিবীর মাটি, পানি, বাতাস দূষিত করে,
পৃথিবীর খনিজ সম্পদ (লোহা, পেট্রোলিয়াম, কয়লা, হীরা, স্বর্ণ, রৌপ্য, তামা, ইউরেনিয়াম ইত্যাদি) লুট বা নিঃশেষ করে,
অন্য অঞ্চলের মানুষের রক্ত ও ঘাম শুষে ওরা ধনী ও উন্নত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন