বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

শান্তির শহর ঢাকা

কি অদ্ভুত লাগছে এই শহরটাকে। মনে হয় কোন মফস্বল শহর। মনে কেমন শান্তি শান্তি লাগছে। ঘুরতে আরাম, হাঁটতে আরাম, দম নিতে আরাম, কানে আরাম.....আরামই আরাম।

এতবড় দেশ। শুধু ঢাকা শহরেই জ্যাম আর জ্যাম। যদি আমাদের দেশে স্মার্ট কোন সরকার থাকতো অর্থাৎ যদি আমাদের দেশে কোন সরকার থাকতো তাহলে সব জেলায় না হলেও কিছু কিছু জেলায় প্রশাসনিক কাজকর্ম ভাগ করে দিলে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করলে মোট কথা পরিকল্পনা মত বিকেন্দ্রীকরন করলে ঢাকা শহর একটু দম ফেলতে পারতো।

এরকম কি কোনদিন হবে? কোন যোগ্য নেতা কি এই দেশে পাওয়া যাবে না?

বিঃ দ্রঃ সরকার মানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল নয়। সরকার মানে একদল মানুষ যারা জনগনের মঙ্গলের দায়িত্বে থাকে।

কোন মন্তব্য নেই: