আমাদের অফিসে বিভিন্ন প্রয়োজনে প্রায়ই বিভিন্ন বিদেশী অতিথী আসেন। অতিথী সম্নানিত সবসময়ই। কিন্তু আমাদের লোকেরা এমন বিনয়ী হয় দেখে মনে হয় ওরা প্রভু আর আমরা ভৃত্য। অথচ এমনও আছে - আমরা ভালো পরিস্থিতিতে আছি। ওরা আমাদের কাছ থেকে কোন সুবিধা নিতে চায়। তাই আলোচনা করতে এসেছে। কিন্তু আমাদের লোকজন এমন ভাব করে যে, মনে হয় ওরা দয়া করে এসেছে এটাই ওদের মহানুভবতা। এই হীনমন্যতা আমাদের জাতীয় সমস্যা মনে হয়। বিদেশী মানে উন্নত জাত। বিদেশ থেকে চোর আসলো না ডাকাত আসলো না কোন ধান্দাবাজ আসলো সে বিবেচনা পরে। আগে মাথা নত করে তাকে কুর্ণিশ করো। কোনটা যে সম্মান আর কোনটা হীনমন্যতা আমরা সম্ভবত বুঝিনা। তাই সম্মান পাই ও না।
এদের কারবার দেখে প্রায়ই মন খারাপ হয়।
এদের কারবার দেখে প্রায়ই মন খারাপ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন