বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

বিদেশীদের সঙ্গে চুক্তি করার সময় আমাদের দেশের লোকজন কেন সবসময় পরাজিত হয়?

বিদেশীদের সঙ্গে চুক্তি করার সময় আমাদের দেশের মানুষেরা সাধারনত দুটি কারণে পরাজিত হয় বলে আমার মনে হয় :

০১। প্রথমত: অযোগ্যতা (তারা বুঝতেই পারেনা কিভাবে ভবিষ্যতে তাদের ঠকানো হবে)
০২। দ্বিতীয়ত: দেশপ্রেমহীনতা (তারা চুক্তির মাধ্যমে জিততে চায়না...নিজেদের পকেটে অর্থ সমাগম হলেই তারা খুশী)

কোন মন্তব্য নেই: