বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

নেতার বক্তৃতা কেমন হ্ওয়া উচিত?

আমি আমার মত বলি...

নেতার বক্তব্য হ্ওয়া উচিত সুচিন্তিত...দিকনির্দেশনামূলক...প্রণোদনামূলক...
নেতা হইয়াছি দেইখা দুই চাইরটা ডায়ালগ (থুক্কু মনোলগ) মাইরা দিলাম...এমন নেতা চাইনা...

বক্তৃতা এমন হ্ওয়া উচিত যা যুগের পর যুগ মানুষ মনে রাখবে...পাঠ্যপুস্তকে চলে আসবে...মানুষে উদাহরণ দিবে...

অনেকেরটা নাকি বড় বড় মানুষেরা লেইখা দেয়...কিন্তু বক্তৃতায় কোন বস্তু নাই...একঘেয়ে, নিষ্প্রাণ, পুরান ক্যাচল আর প্যাচাল, মানুষকে বোকা বানানোর চেষ্টা ইত্যাদি

হেরা ভাবে দেশের বেশীরভাগ মানুষ অশিক্ষিত...একটা কিছু কইয়া দিলেই হইলো। আরে ফাউল বিচক্ষনতার সাথে প্রচলিত শিক্ষার কোন যোগাযোগ নাই। জগতের অনেক প্রতিষ্ঠিত, সম্মানিত মানুষের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই।

কোন মন্তব্য নেই: