হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস দ্বারা আর যাই হোক অফিস ধরা সম্ভব না। এক সপ্তাহ ও আরাম করতে পারলাম না। আবার হাঁটা। স্বাস্থ্য ভাল রাখা। আধাঘন্টা পর ৬০-৭০ জন জমলে ১টা আসে। ঠাইসা ৫০ জন ভরে। এরপরও কয় ভাই একটু জায়গা করেন। অফিস টাইম। আমগো তাও হাঁটার কায়দা আছে। বাচ্চাসহ মানুষরা, অসুস্থরা, হাতে ওজন থাকলে মানুষ কি করবো? মগবাজার যারা যাইবো তারা কি করবো? মজা লস?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন