আমাদের দেশে শহর, মফস্বল, গ্রাম সব জায়গায় কেউ বেড়াতে গেলে যেসব ফল নিয়ে যায় সেগুলো হলঃ আপেল, কমলা, নাশপাতি, আঙ্গুর।
দেশী ফলের চাহিদা ও যোগান, দুইটারই অভাব। ভদ্রলোক কোন ভদ্রলোকের বাসায় দেশী ফল নেয়না। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আপেল, কমলাই নিতে হবে। শুধু আম, লিচু চলে।
অথচ দেশীয় ফলের খাদ্যগুণ অনেক বেশী।
কত কষ্ট কইরা আঙ্গুর চাষ করে, এখন আরো বিদেশী ফল ফলানোর জন্য যুদ্ধ চলছে।
যদিও আঙ্গুর এখনও উপযুক্ত আকার ও স্বাদ অর্জন করতে পারে নাই। বাকিগুলাও একই হবে।
বিদেশী ফল দেশ থেকে দেশী ফলকে উৎখাত করেছে।
ফল ও তো জাতীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে।
বিদেশীরা আমাদের ফল দেখতে চাইলে দেখানো কঠিন।
( আতা, আনার, আনারস, আম, আমড়া, আমলকী, করমচা, কলা, কাঁঠাল, লিচু, কামরাঙ্গা, কুল, কৎ বেল, গন্ধরাজ লেবু, গাব, চালতা, চুকাই, জাম, জামরুল, জাম্বুরা, ডালিম, ডেউয়া, তাল, গাব, নারিকেল, পানিফল, পেয়ারা, বিলিম্বি, বেতফল, বেদানা, বেল, বৈঁচি, লটকন, লিচু, শরিফা, সফেদা, সাতকরা ইত্যাদি)
শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
ফল ও আমাদের জাতীয় হীনমন্যতা!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন