বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

হ্যাকিং

ভাবটা এমন, আমরা জানতাম ই না যে, হ্যাকিং হয়। সারা পৃথিবীতে এইধরনের ঘটনা ঘটছে। মোকাবেলার চেষ্টা হয়। আমরা চোখ বুজে ছিলাম। যেন না বুঝার ভান করে কোন প্রস্তুতির চেষ্টা না থাকলে হ্যাকাররা আমাদের করুনা করে ছেড়ে দেবে। বাস্তবতা হল, প্রযুক্তি নির্ভর দেশে কোন কোন কোম্পানী এন্টি হ্যাকারদের সিইও দের থেকে বেশী বেতন দেয়।
Welcome to the real world.

কোন মন্তব্য নেই: