"If they have a concern about my bowlers, I have a concern about their [ICC's] actions as well,"
: Hathurusingha
হ্যা, আমাদের প্রত্যেকেরই আইসিসির ‘অ্যাকশন’ নিয়ে সন্দেহ আছে। ঠিক সন্দেহ নয়, আমরা জানি, আইসিসির অ্যাকশন বৈধ সীমার অনেক ওপার পর্যন্ত বাঁকা হচ্ছে। নইলে বিশ্বকাপ এলেই নারিন, আজমল, সোহাগ, আল আমিনরা সন্দেহে পড়েন।
আরেকটা বিশ্বকাপ শুরু হতেই একটা দলের মূল দু জন স্টাইক বোলার সন্দেহে পড়েন। সেটাও এমন টাইমিং করে, যাতে সানি ও তাসকিন চেন্নাই ছাড়া কোথাও পরীক্ষা দিতে না পারেন!
হাতুরুসিংহেকে স্যালুট।
তিনি প্রথম দায়িত্বপূর্ন ব্যক্তি, যিনি মঞ্চে বসে কথাটা বলেছেন। এবার দয়া করে কেউ আমাদের বিসিবি বরাবর কিছুটা মেরুদন্ডের ওষুধ সাপ্লাই দেন। যাতে তারাও কথা বলতে শেখেন।
Source : https://m.facebook.com/story.php?story_fbid=10153439876862596&id=698222595
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন