টিভি সিরিয়ালের সরাসরি আছর দেখা যাচ্ছে।
মা বাচ্চা মেরে ফেলছে।
অনেক মা এখন পরিষ্কার বুঝতে পারছেঃ
স্বামী, সন্তান, পরিবার তাদের এগুতে দিচ্ছেনা।
সমাজ তাদেরকে পেছনে টেনে রাখছে।
পুরুষদের একমাত্র কাজই হল মহিলাদের হয়রানি করা।
এধরনের ধারনা পরস্থিতির অবনতি ঘটাতে পারবে কেবল।
উন্নতি নয়।
পিতারাও দিনদিন হিংস্র হয়ে উঠছে।
এটাতো সবাই জানে ও মানে।
(আমার ব্যক্তিগতজীবন সম্পর্কিত নয়। সাধারন পর্যবেক্ষণ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন