শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

পড়তে ভালো লাগেনা

পুত্রকে তার মা জিজ্ঞাস করলো, "তোমার লেখাপড়ার সময় ঘুম আসে। এখন যে খেলছো। ঘুম আসেনা?"
উত্তর, "পড়তে ভালো লাগেনা। এইজন্য ঘুম আসে।"

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

ফল ও আমাদের জাতীয় হীনমন্যতা!


আমাদের দেশে শহর, মফস্বল, গ্রাম সব জায়গায় কেউ বেড়াতে গেলে যেসব ফল নিয়ে যায় সেগুলো হলঃ আপেল, কমলা, নাশপাতি, আঙ্গুর।
দেশী ফলের চাহিদা ও যোগান, দুইটারই অভাব। ভদ্রলোক কোন ভদ্রলোকের বাসায় দেশী ফল নেয়না। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আপেল, কমলাই নিতে হবে। শুধু আম, লিচু চলে।
অথচ দেশীয় ফলের খাদ্যগুণ অনেক বেশী।
কত কষ্ট কইরা আঙ্গুর চাষ করে, এখন আরো বিদেশী ফল ফলানোর জন্য যুদ্ধ চলছে।
যদিও আঙ্গুর এখনও উপযুক্ত আকার ও স্বাদ অর্জন করতে পারে নাই। বাকিগুলাও একই হবে।
বিদেশী ফল দেশ থেকে দেশী ফলকে উৎখাত করেছে।
ফল ও তো জাতীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে।
বিদেশীরা আমাদের ফল দেখতে চাইলে দেখানো কঠিন।
( আতা, আনার, আনারস, আম, আমড়া, আমলকী, করমচা, কলা, কাঁঠাল, লিচু, কামরাঙ্গা, কুল, কৎ বেল, গন্ধরাজ লেবু, গাব, চালতা, চুকাই, জাম, জামরুল, জাম্বুরা, ডালিম, ডেউয়া, তাল, গাব, নারিকেল, পানিফল, পেয়ারা, বিলিম্বি, বেতফল, বেদানা, বেল, বৈঁচি, লটকন, লিচু, শরিফা, সফেদা, সাতকরা ইত্যাদি)

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

হাতিরঝিল বক্কর চক্কর বাস সার্ভিস

হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস দ্বারা আর যাই হোক অফিস ধরা সম্ভব না। এক সপ্তাহ ও আরাম করতে পারলাম না। আবার হাঁটা। স্বাস্থ্য ভাল রাখা। আধাঘন্টা পর ৬০-৭০ জন জমলে ১টা আসে। ঠাইসা ৫০ জন ভরে। এরপরও কয় ভাই একটু জায়গা করেন। অফিস টাইম। আমগো তাও হাঁটার কায়দা আছে। বাচ্চাসহ মানুষরা, অসুস্থরা, হাতে ওজন থাকলে মানুষ কি করবো? মগবাজার যারা যাইবো তারা কি করবো? মজা লস?

আমাদের মিডিয়া

"টুইন টাওয়ার হামলায় এত মানুষ মারা গেলো কটা লাশ দেখেছেন? সাংবাদিকদের ধারে কাছেও যেতে দেয়া হয়নি। অার রানা প্লাজার লাশ এর ছবি তুলে অামরা পুরষ্কারও বাগিয়ে নিয়েছি। অাগুনে পোড়া মানুষের মডেলিং করি হাসপাতাল গিয়ে। :( " Mahmud Hasan Khan

ক্রিকেট বানিজ্য

ফুটবল খেলে পৃথিবীর প্রায় সব দেশ...ক্রিকেট খেলে কয়েকটা মাত্র দেশ...এর মধ্যে তিন / চারটা দেশ আবার খালি নিজেদের মধ্যে খেলতে চায়...Come on kids, grow up...

পরিবেশ ও উন্নতি

দেখা যাচ্ছে, চরম পরিবেশ যেসব দেশে তারাই পরিশ্রমী, নিয়মতান্ত্রিক, সম্পদশালী। বরফে ঢাকা, সুপেয় পানির অভাব, পাথুরে বা মরু এলাকা হওয়া সত্বেও ওরা জ্ঞান-বিজ্ঞানেও আছে, শক্তিতেও আছে, সম্পদেও আছে। আমাদের মাটি, পানি, পরিবেশ আরামদায়ক হওয়ায় আমরা কি কর্মবিমুখ, অপরিচ্ছন্ন, অনিয়মতান্ত্রিক?!?!?
কাহিনী কি?!?!

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

কঠিন বাস্তব

ফিলিস্তিন, আফগানিস্থান, ইরাক, লিবিয়া, সিরিয়া, লেবানন এর সীমানা বলে আর কিছু নেই। যে যখন খুশী আসে। বোমা মারে। শিশু মারে। বৃদ্ধ মারে। নারী হত্যা করে। নিরস্ত্র মানুষ হত্যা করে। হাসপাতালে বোমা ফেলে।

এবার সৌদিআরব। ওরা কত খারাপ?!?!

অথচ এরা কেউই অস্ত্রের ব্যবসা করেনা। পরমাণু অস্ত্র বানায় না। মহাকাশ দখলের চেষ্টা করেনা। কৃত্রিম উপগ্রহ বানিয়ে সারা বিশ্বে নজরদারি করেনা। কেউই শিল্পোন্নত দেশ নয়। জাতিসংঘ নিয়ন্ত্রন করেনা। অন্য দেশে বোমা ফেলে না। মানবাধিকার এর স্বরচিত সংঙ্গা প্রচার করেনা। নিজের ভালো ও মন্দ নিয়ে নিজের মত থাকতে চায়।

প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা কেউই প্রধান চরিত্র ছিলনা।

কিন্তু অনেক দেশের সরকারই নিষ্ঠুরতা ও নৃশংসতার জন্য কুখ্যাত। কিছু সরকারপ্রধান জঙ্গি হিসেবে স্বীকৃত, কেউ মিথ্যা বলে যুদ্ধ বাঁধিয়েও নির্দোষ। কিন্তু বলা যাবেনা।