সোমবার, ২১ নভেম্বর, ২০১১

আমাদের জাতীয় চরিত্র, পর্ব এক

(যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাদের জন্য প্রযোজ্য)


আমরা বেশীরভাগ মানুষ পাবলিক ট্রান্সপোর্টে ওঠার আগ পর্যন্ত অত্যন্ত বিপদে থাকি এবং প্রানান্তকর চেষ্টা করি। কিন্তু উঠতে পারলে ভিন্ন রূপ - এরপর চেষ্টা থাকে কিভাবে অন্যকে রোখা যায়। ভাই জায়গা নাই; পারাপারি করতাছেন ক্যান। মুখে থাকে হাসি। ভাবটা এমন; আমি পারছি। আপনে পারেন নাই; তাতে কি। পরেরটায় আসুন। কেউ কেউ আবার চরম বিরক্ত। ভাবটা এমন লোকগুলা তো বড়ই ফাউল। খালি ঠেলাঠেলি করে। যেই লোকটা এই ঠেলাঠেলির যন্ত্রণা সহ্য করে উঠতে পারে তারও একই আচরন হয় বাকিদের প্রতি।
  

কোন মন্তব্য নেই: