শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

পরনির্ভরশীলতা

মা ও ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো এক বৃদ্ধা মাকে তার ছেলে ধরে রাস্তা পার করে দিচ্ছে। আমাদের ছেলের প্রশ্ন, "ধরে রাস্তা পার করে দিচ্ছে কেন? আমার দাদুতো নিজে রাস্তা পার হতে পারে।" উত্তর পেল "উনিতো বেশী বুড়া, তাই"

কয়েকদিন পর ছেলে মাকে খেলনা কিনে দিতে বলল। (সে সবসময়ই খেলনা কিনতে চায়।) মা বলল, "এখন টাকা নেই। টাকা হাতে এলে কিনে দেবো।" ছেলে বলল, "তুমি আমাকে এখন খেলনা না কিনে দিলে তুমি বুড়া হলে রাস্তা পার করে দিবনা"

(জীবন থেকে নেয়া)

কোন মন্তব্য নেই: