শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

কঠিন বাস্তব

ফিলিস্তিন, আফগানিস্থান, ইরাক, লিবিয়া, সিরিয়া, লেবানন এর সীমানা বলে আর কিছু নেই। যে যখন খুশী আসে। বোমা মারে। শিশু মারে। বৃদ্ধ মারে। নারী হত্যা করে। নিরস্ত্র মানুষ হত্যা করে। হাসপাতালে বোমা ফেলে।

এবার সৌদিআরব। ওরা কত খারাপ?!?!

অথচ এরা কেউই অস্ত্রের ব্যবসা করেনা। পরমাণু অস্ত্র বানায় না। মহাকাশ দখলের চেষ্টা করেনা। কৃত্রিম উপগ্রহ বানিয়ে সারা বিশ্বে নজরদারি করেনা। কেউই শিল্পোন্নত দেশ নয়। জাতিসংঘ নিয়ন্ত্রন করেনা। অন্য দেশে বোমা ফেলে না। মানবাধিকার এর স্বরচিত সংঙ্গা প্রচার করেনা। নিজের ভালো ও মন্দ নিয়ে নিজের মত থাকতে চায়।

প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা কেউই প্রধান চরিত্র ছিলনা।

কিন্তু অনেক দেশের সরকারই নিষ্ঠুরতা ও নৃশংসতার জন্য কুখ্যাত। কিছু সরকারপ্রধান জঙ্গি হিসেবে স্বীকৃত, কেউ মিথ্যা বলে যুদ্ধ বাঁধিয়েও নির্দোষ। কিন্তু বলা যাবেনা।

কোন মন্তব্য নেই: