সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

পরিবেশ ও উন্নতি

দেখা যাচ্ছে, চরম পরিবেশ যেসব দেশে তারাই পরিশ্রমী, নিয়মতান্ত্রিক, সম্পদশালী। বরফে ঢাকা, সুপেয় পানির অভাব, পাথুরে বা মরু এলাকা হওয়া সত্বেও ওরা জ্ঞান-বিজ্ঞানেও আছে, শক্তিতেও আছে, সম্পদেও আছে। আমাদের মাটি, পানি, পরিবেশ আরামদায়ক হওয়ায় আমরা কি কর্মবিমুখ, অপরিচ্ছন্ন, অনিয়মতান্ত্রিক?!?!?
কাহিনী কি?!?!

কোন মন্তব্য নেই: