রবিবার, ২৬ জুন, ২০১৬

বাংলাদেশের অসাধারন জলবিন্যাস

সম্পূর্ণ দেশটায় জলবিন্যাস খুবই সুন্দরভাবে সাজানো। সমুদ্র, নদী, উপনদী, শাখানদী, খাল, বিল - সারাদেশে ছড়িয়ে রয়েছে।

জলপথে মালামাল পরিবহণ সবচেয়ে সস্তা।

জলপথে ভ্রমণ আরামদায়ক। শরীর ক্লান্ত লাগে কম।

পানি বিশেষজ্ঞ জনাব আইনুন নিশাত অনেকভাবে চেষ্টা করেছেন কিভাবে পানিপথকে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা ক্ষমতাবানদের বোঝাতে।

তিনি পরিকল্পনা করে দেখিয়েছেন ঢাকা শহরের জলাশয় ব্যবহার করে অফিসগামী মানুষেদের সময়মত কর্মস্থলে পৌছানোর সমস্যা দূর করা সম্ভব।

আরো অনেকে এব্যাপারে পরামর্শ দিয়েছেন। কেউই এসব অপ্রয়োজনীয় তুচ্ছ প্রস্তাব পাত্তা দেয়না। তারা অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে বিজি।

কোন মন্তব্য নেই: